আমি এই ওয়েবসাইট টা নিজে থেকে করি নাই।
-
Templatemo নামের একটা ওয়েবসাইট আছে তারা বিভিন্ন টেম্পলেট পাবলিশড করে আমি গুগল করে তাদের ওয়েবসাইট টা পাই এর পরে সাইট আমি ক্লোন করি।
-
ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন শুরুতেই Navbar এর নিচে ২টা Image আছে এখানে আমি রীতি মতো ঘাবড়াই গেছিলাম। একবার Display: grid; দেই আবার Flex দেই। পরে আর কোনো চেঞ্জ করি নাই এভাবেই রেখে দিছি। এই পার্টটুক ঠিক আছে কিনা একটু জানাবেন
-
এই ওয়েবসাইটে Service নামের একটা পার্ট আছে সেখানে Discover more বাটন এর নিচে একটা Icon আছে আমি আমি শুরুতে না বুঝেই সেখানে একটা Image অ্যাড করে দিছিলাম কিন্তু পরে আমি Fontawesome থেকে একটা Icon এনে বসিয়ে দেই যেটা খুব ভালো মতোই সব।
-
আর এই পার্টটা করার সময় আমি অনেক প্রব্লেমে পরে যাই। আমি ইকোনটা ঠিক মতো এলাইন করতে পারতেছিলাম না।
-
Project এর যেই পার্ট আছে সেখানেও আমি একটু সমস্যা ফেস করি যখন আমি Transform এর দ্বারা Image গুলা Hide করতে গেছি তখন ভালোই একটু ঝামেলা পোহাতে হইছে।
-
তারপরে আসি কন্টাক্ট ফর্ম পার্টে। এখানে বলতে গেলে তেমন কোনো প্রব্লেম হয় নাই তবে একটু টাইম লেগে গেছে এখানে।
নিচে লাইভ লিংক দেয়া আছে ভিজিট করে আপনার মতামত জানাতে পারেন। আমার ফেসবুকে। ফেইসবুক লিংক : https://www.facebook.com/constobidullah